স্বপ্ন
স্বপ্ন
-ভাস্কর পাল
স্বপ্ন মানেই মরীচিকা
আলোক ধারায় কুহেলিকা,
গুঞ্জনের কাকলি বাজে
মাঝ পথেতে থেমে গেছে।
ছোট্ট ছেলে বড়ো হলো
স্বপ্ন গুলো অতীত হলো-
কল্পনাতেই ঝলসে গেছে
মাঝ আকাশের সুখতারা।
সেই শিশুটা পথের ধারে
বাটি হাতে ভিক্ষা করে-
তারও একটা অতীত ছিল
স্বপ্ন যদিও অন্য ছিল।
ছোট্ট পাখি টুনটুনিটাও
স্বপ্ন দেখে চোখের পাতায়,
সবটা দিয়ে বুনছে বাসা
আগলে রাখবে চির সুখটা।
স্বপ্ন তো সবাই দেখে
বেশির ভাগটাই কল্পনায়,
বাস্তবে-তো অনিচ্ছাটাই
স্বপ্ন রূপে সার্থক হয়।
Subscribe
Login
0 Comments
Oldest