স্বরলিপি ছাড়া গান
স্বরলিপি ছাড়া গান
হাকিকুর রহমান
দাও খিল, দাও তালা
বাড়ুক না অযথা হৃদয়েতে জ্বালা।
স্মৃতিগুলো সব মৃন্ময়ী হলো
মৃদু সমীরণ যে বইছিলো
তা হঠাৎ করে কোথা গেলো?
কোন এক চৈত্র পূর্ণিমা রাতে
হয়তোবা হয়েছিলো দেখা কার সাথে।
কুহকের মায়াজালে তা গেছে ঢেঁকে
শুধু পদচিহ্ন তার গিয়েছে সেখানে রেখে।
জীবন তবুও চলেছে জীর্ণ স্রোতা এক নদী
থেমে থাকেনা কভু, বয়ে চলে নিরবধি।
মনতো বিবাগী হলো, রহেনাতো আর ঘরে
অচেনা আঙ্গিনাতে, কাহারে যে খুঁজে মরে।
প্রাণিত চাহুনিতে দেখিবারে তাহা চাই
নির্মল আনন্দে, স্বরলিপি ছাড়াই গেয়ে যাই।
Subscribe
Login
0 Comments
Oldest