স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (তৃতীয় পর্ব)
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
স্বাধীন ভারত স্বাধীন ভারত
লভিল ভারত স্বাধীনতা,
স্বাধীন ভারতে তবে কেন বল
রয়েছে আজিও দারিদ্রতা?
স্বাধীন ভারতে বেকার তরুণ
কর্ম সংস্থান নাহি পায়,
কৃষকের পেটে জুটে নাকো ভাত
অনাহারে তার দিন যায়।
স্বাধীন ভারতে ক্ষুধিত শিশুর
কেড়ে খাই মোরা মুখের গ্রাস,
স্বাধীন ভারতে আমরাই করি
স্বদেশ ও জাতির সর্বনাশ।
স্বাধীন ভারতে বন্ধ আজিকে
কল-কারখানা ভারতের,
স্বাধীন ভারত স্বাধীন আমরা
কিবা দোষ বল আমাদের।
স্বাধীন ভারতে স্বাধীন সবাই
এই তো মোদের জন্মভূমি,
দেশের শত্রু জাতির শত্রু
হয় তো আমি না হয় তুমি?