স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (চতুর্থ পর্ব)

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

 

ভারত আমার, ভারতবর্ষ !
স্বদেশ আমাদের জন্মভূমি,
দাসত্বের শৃঙ্খল ছিন্ন করি
চিরমুক্ত মাগো আজি তুমি।

 

স্বাধীন ভারত স্বাধীন ভারত
ভারত আমার দেশ মহান,
সোনার ভারত গড়ব মোরা
রাখব মোরা দেশের মান।

 

স্বাধীন ভারতে সবে মোরা
মোরা দেশের কাজ করব,
একই লক্ষ্য মোদের সবার
মোরা সোনার ভারত গড়ব।

 

ভারত আমার, ভারতবর্ষ!
স্বদেশ আজি হলো স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে
নই মোরা আজি পরাধীন।

 

ভারতবাসী আমরা সবাই
গাহি ভারতের জয়গান,
হিন্দু মুসলিম সবে সমান
একজাতি আর একপ্রাণ।

 

হিন্দুমুসলিম মোরা ভাই ভাই
মোরা সকলেই ভারতবাসী,
সবার সুখে মোরা হাসি আর
দুঃখে কাঁদি মোরা দিবানিশি।

0

Publication author

0
লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বর্তমানে কবি কবিতা মুক্তমঞ্চ, প্রজন্ম ফোরাম, কবি ও কবিতা, আর কবিতা ক্লাবের সাথে যুক্ত। সামহোয়্যার ব্লগ, কবির কয়েকটি নিজস্ব ব্লগ, লক্ষ্মণ ভাণ্ডারীর কবিতা, আমার কবিতা, Get Bengali Status, কবিতার ছেঁড়াপাতা, ব্লগ চালু আছে। কাব্য ও কবিতা ওয়েবসাইটের সাথে যুক্ত।
Comments: 4Publics: 98Registration: 21-07-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে