স্বাধীন
একশ বছর হয়ে গেল
তবু তোমায় বলতে পারলাম না কথাটা।
কত সুযোগ এসেছিল
পাশাপাশি বসেছিলে,
চোখে চোখও লেগেছিল,
কিন্তু পারলাম কই?
এখন দুশোর পথে হাঁটছি,
আশা রাখি এখন বলতে পারব ঠিকই,
কারণ, তুমি চলে গেছ সেই নিরানব্বইএ-
রাতের আকাশে অজস্র তারাদের দিকে তাকিয়ে
চিৎকার করে কথাটা।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩জুন,রাত ১১টা,২০২৩,বারুইপুর
Subscribe
Login
2 Comments
Oldest