স্বামী বিবেকানন্দ (জন্ম উৎসব ) – পার্থ বসু

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সহস্র কোটি প্রণাম তোমায় হে বীর সন্ন্যাসী,,
আজ তোমার জন্যে গর্বিত মোরা সকল ভারতবাসী,
শুধু ভারত কেন ?সারা বিশ্বে তোমাকে সবাই জানে,,
তোমার অমূল্য বাণী দাগ কেটে যায় বিশ্ববাসীর মনে।
তুমি শিখিয়েছো মানবতা বোধ ধর্মের পরিভাষা,,
তোমার অনুপ্রেরণায় সুভাষ করেছিল স্বাধীন দেশের আশা,।
চেতনা তুমি, অনুপ্রেরণা তুমি, তুমি যে জাগরণ,,
মানব জাতির বিবেকের জাগিয়েছ নতুন আলোড়ন।
চির যুবক তুমি, জ্ঞানের ভাণ্ডার তুমি, তুমি যে ওগো মহান,,
হে স্বামী বিবেকানন্দ আজ তোমার শুভ জন্ম দিনে লহ আমার সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏……….

0

Publication author

offline 3 weeks

পার্থ বসু

3
একদম সরল ভাষায় কবিতা লেখার অভ্যাস,,
Comments: 2Publics: 30Registration: 27-12-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে