সাধক ক্ষিতি আন্যথা স্বার্থপর পৃথিবী
চারুময় এ বাহ্য জগৎ,
অসিত নিয়ে রম্য ঘেরা।
রয়েছে যত সৃষ্টি বিভূ,
পারিনা করিতে যোজন মোরা।
সমর করে জমন আমার
মহীয়া এ করে নির্জন।
এই পুলকে সকল তনয়,
না হয়েছে কেও বদন।
বলবে সবই পক্ষে আছি,
চলো তুমি প্রভার পথে।
নীরস সরে দেখবে তুমি,
নাই এযে কেও পথে।
একলা পুলে চরতে হবে,
অভীক রেখে অপন প্রাণে।
দিবেনা তোমায় যেতে তারা,
অগ্রের সেই এ পুরা দিনে।
ললিত এই ক্ষিতি মায়া,
কাটাতে না, পারবে অবেলা।
যেমন আছো তেমনি থেকে,
লড়াই করো সেকাল বেলা।
Subscribe
Login
0 Comments
Oldest