স্যান্ডালিনা
স্যান্ডালিনা
ফাইয়াজ ইসলাম ফাহিম
হে স্যান্ডালিনা
মন চায় তোমার কাছে আসি,
মন চায় তোমায়
খুব ভালবাসি।
হে স্যান্ডালিনা
হে আমার মনের রাণী,
তোমায় কভু পাবো না
তা আমি জানি!
হে স্যান্ডালিনা
ধর্মের বিবরে ভালবাসার লয়,
তাই আমার চাওয়ার
হবে না কখনো জয়।
হে স্যান্ডালিনা
হে স্বর্গীয় দেবী,
তোমায় সতত চাই
যদিও অপূর্ণ থাকবে এই দাবি….
.
খ্রিষ্টান ধর্মের জনৈকা বালিকা স্যান্ডালিনা’র প্রেমে মত্ত হয়েছিলাম কিন্তু তার স্পর্শ পাওয়া অসাধ্য….
22/11/2023
12:07 pm
Subscribe
Login
0 Comments
Oldest