হতাম যদি
আমি যদি পায়রা হতাম
থাকতো একটি পায়রি,
সারাক্ষণে তাকে নিয়ে
মনে লেখতাম ডায়রি।
এ ডাল ও ডাল বন বাদরে
যেতাম সকাল বিকাল,
দূর আকাশে উড়ার নেশায়
চলতাম সমকাল।
ধানের খেতে দূরে দূরে
কলাই খেতের ধারে,
হয়তো কোনো চাষী এসে
তাড়িয়ে দিয়ে ছাড়ে।
Subscribe
Login
0 Comments
Oldest