হতে পারি কবি
সুখে আমার বুক ভেসে যায়
প্রকৃতির বিরহের কান্নায়
সারাজীবন ভাসবো আমি
এই সুখেরই বন্যায়।
আজ শুধু মনে হয়
কবিতা লেখা ছাড়া
বেঁচে থাকা মূল্যহীন,
এপারে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে দীর্ঘশ্বাস আমার বিশ্বাস
এ কথা জানে সকলে।
হতে পারি কবি
কিন্তু হৃদয় আমার জলছবি
হৃদয়ে কাটিয়া ঘাস
স্বপ্ন কোথায় আঁকি!
আমি ব্যথা পেয়েছি
পাইনি তো আশার প্রদীপ।
দুয়ারেতে অন্ধকার ভাসিয়া
আসে যখন আমার মনের ঘরে
দু- ফোঁটা চোখের জলে
আর কি আছে বাকি আমার কাছে!
আমি সকল যুদ্ধে জয়ী হয়ে
পরাজয়ের সিরপা নিয়েছি বুকে।
২৪/০৬/২১
Subscribe
Login
0 Comments
Oldest