প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তার মধ্যে ছিলো মাতঙ্গিনী হাজরা ।
তার মধ্যে ছিলো ভগিনী নিবেদিতা ।
মাদার টেরিসা তার মধ্যেই ছিলো ।
তার মধ্যেই ছিলো ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ ।

যেরকম , পাখির মুখ থেকে পড়ে
যাওয়া ছোট্ট একটা ফলের বীজ
পরে বিশাল এক বৃক্ষের আকার নেয় ।
সেই ছোট্ট একটা বীজের মত এক
আশ্চর্য শক্তি ছিলো তার মধ্যে ।

যেরকম , ছোট্ট একটা আগুনের শিখা
সমগ্র পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দেবার শক্তি রাখে ।
সেই ছোট্ট একটা আগুনের শিখার
মতই এক বিশাল শক্তি ছিলো তার মধ্যে ।

কিন্তু , কেউ তা বুঝলো না ।
বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া ফুলের কুঁড়ির মতো
কেউ তাকে পৃথিবীর আলোটাই
দেখতে দিলো না ।
কেন ?
তার কী এমন দোষ ছিলো যে তাকে ,
গর্ভেই হত্যা করে দেওয়া হোলো ?

সে নারী ভ্রুন ছিলো ,
এটাই কী তার অপরাধ ?

0

Publication author

0
বাড়ি বাঁকুড়া জেলার বীরসিংহ গ্রামে পিতা সাধন গরাই মাতা পূর্ণিমা গরাই দারিদ্রতার কারণে অষ্টম শ্রেণীতে পড়াশোনার ইতি হয় নিরবে কবিতা লেখা ও আবৃত্তির নেশা এবং কলু সম্প্রদায়ের মানুষ হলেও পেশায় একজন তাঁত শিল্পী এবং তার পাশাপাশি কবিতা লেখা ও আবৃত্তি
Comments: 0Publics: 2Registration: 21-02-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।