হয়তো
হয়তো কোথাও সাগর মেঘে বহুরূপী
হয়তো পাখি অর্ফিউসের বীনার মোচড়
কাব্য সবই বৃষ্টি বাদল ছদ্মবেশী
আঁকছে বাতাস খেয়াল খুশির তুলির আঁচড় !
লগ্ন ভুলে মগ্ন বুকের খুশীর খবর
চাইছে ছুঁতে ছাইছে আকাশ সামিয়ানা
ফুলের দোলা ইচ্ছেমতি প্রজাপতির –
পাপড়ি খোঁজে বুকের মাঝে ইচ্ছেডানা
অল্প হেসে গল্পবুড়ো খুব পুরোনো
নতুন করে গল্প পাঠায় ভুল ঠিকানায়
কল্পনা সে ভালোবাসায় দোনোমোনো
কষ্টগুলোর স্পষ্ট জবাব নেইকো জানা !
হয়তো হঠাৎ মাতাল কোনো দস্যি হাওয়া
একটা পাগল আগল খোলা নষ্ট ছেলে
উল্টো স্রোতে নিজের মতে নৌকো বাওয়া
সবটুকু চায় একটু খানি বসতে পেলে !
হয়তো যত ফুলগুলো সব পর্দা ঘেরা
লাল পরী আর নীল পরী সব লাজুকলতা
হয়তো জানি আকাশবাণী হৃদয় চেরা
বৃষ্টি লেখে জলের আগায় সেই কবিতা !