হাসি মুখ
সব ভাল, শুরু থেকে,
জীবনের শেষে,
প্রথমে যে রঙ লাগে,
মন ধরে রাখে।
রেখো তাকে, ভালোবেসে,
সব কিছুর সাথে।
কেটে যাবে, বাকি দিন,
হাসি নিয়ে মুখে।
Subscribe
Login
0 Comments
Oldest