হৃদ্য ঋতুর বাংলাদেশ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আরেকবার যেন জন্মাই এই চিরসবুজ বঙ্গে
যতটুকুই দেখেছি তার অঙ্গে
মিটেনি সাধ এক জনমে ঋতুশ্রীর রঙ্গে
তোমাকেও যেন পাই সঙ্গে
নক্ষত্রের রাতে পাড়ি দিবো দু’জন অন্তরঙ্গে
দেখবো আবার বঙ্গরূপ মোহভঙ্গে।
গ্রীষ্মকালে যেখানে আম-কাঁঠাল পাকে বহিরঙ্গে
গোলা ভরে দারুচিনি-লবঙ্গে
বর্ষাকালে যেখানে অবিরাম বৃষ্টি ঝরে ছত্রভঙ্গে
নদীবক্ষে জলযান চালায় সারঙ্গে
শরৎকালে যেখানে কাশবন সাজে পুষ্প-পতঙ্গে
মেঘমালা ভাসে নীলগিরির উৎসঙ্গে।
হেমন্তকালে যেখানে উর্বর ফলনে কৃষকের অনুষঙ্গে
নবান্নের তাল ওঠে মৃদঙ্গে
শীতকালে যেখানে বালুচর পেরিয়ে অর্ণবের জলতরঙ্গে
দোলা দেয় দেহের ষড়ঙ্গে
বসন্তকালে যেখানে পল্লবে ভরে বৃক্ষের অঙ্গপ্রত্যঙ্গে
নীলাকাশে ওড়ে বেড়ায় বিহঙ্গে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।