হৃদয় নিঙড়ানো ভালোবাসা
কালির আঁচড়ে কাগজের উপর না লিখে তোমার হৃদয় নিঙড়ানো কথাটা বুঝবো কিনা আমি জানি না।কতটা ভালোবাসি আমি তোমাকে তা পরিমাণ করার দূর সাহস আমার নেই। কারন ভালোবাসা পরিমাণ করার জিনিস না।কিছু জিনিসের রহস্য কখনো ভাঙ্গে না,তার মাঝে ভালোবাসা অন্যতম।তবে ভালোবাসার জন্য সেই প্রাচীন যুগ থেকে যে শব্দ গুলো ব্যবহার করা হয়েছে।আমিও সেইগুলো ব্যবহার করবো কারন ভালোবাসার জন্য এই শব্দ গুলোই সর্ব শ্রেষ্ঠ মনে হয় আমার কাছে।প্রেমিকরা একই কথা গুলো বার বার শুনতে চায় তার প্রেমিকের কাছে থেকে। তাহলে আমি বলবো ভালোবাসি তোমায়।কারন এক কথাই বার বার তোমার কানে বলতে চাই আমি।ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
আমি তো বিরহ জর্জরিত সামান্য অমিত, নীলিমাহীন ব্যক্তিহারা অস্তিত্বের গনিততত্ত্ব তোমার কাছে অচেনা।অপ্রকাশিত আমার অস্তিত্ব তোমার কাছে।