সবই তাঁর ইচ্ছা
আমার চারপাশে সবই আছে
শুধু তুমি নেই।
এই সুন্দর পৃথিবী আমায় নিয়ে ভালোই ঘুরছে,
কোনো কিছুতেই ওর খেয়াল নেই-
কে আসে কে যায় কোনো খবরই রাখে না!
আমার কাছে তোমার একটা ছবি আছে
শুধু রক্ত মাংসের তুমি’টাই নেই।
এখন কোথায় থাকো আমি সত্যিই জানিনা
তবে জানতে খুব ইচ্ছা করে।
প্রতি গভীর রাতে তুমি আমার কাছে আসো
এক-দুই ঘন্টা গল্প করো,
আফসোস হয় যে তোমায় ছুঁতে পারি না।
তোমার কাছে জানতে চাই
কোথায় থাকো, কোনো উত্তর দাও না।
আমি বলি, “আমায় নিয়ে চলো না তোমার সাথে।”
তুমি বল, তোমার নাকি কোনো ক্ষমতা নেই,
সবই তাঁর ইচ্ছা।
Subscribe
Login
0 Comments
Oldest