তোমায় দেখলে আমার কাব্য আসে না
প্রিয়তমা, তোমায় দেখলে আমার কাব্য আসে না,
তাই মনের কথা গদ্যে ঠাঁই পায়।
তোমার রূপের প্রশংসা করতে কোনো মিলের খোঁজ পাই না,
হরদম লিখে চলি- আকাশ সমান লেখা রচনা হয়।
এও ভাবি ছন্দ দিয়ে তোমার ব্যাখ্যা চলে না,
কথার সাগরের ঢেউ তোমার চরণ ছোঁয় না।
তুমি নিজেই যেন এই সারা বিশ্বব্রহ্মাণ্ড!
কবিতা গল্প উপন্যাস যদি অগণিত তারকাদের মতো উপস্থাপন করা হয় তোমার বর্ণনা তুলে ধরার জন্য-
তবু তুমি সবকিছুর ঊর্ধ্বে….. আরো অনেক ঊর্ধ্বে ।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest