অস্বীকার
মেঝের উপর আঁচড় অভিমান
অবিশ্বাসের ভাঙা জানালা স্তব্ধ
কোন আগুনে রেখেছো আমার প্রমান
কোন গলাতে রেখেছো আমার শব্দ
বালিশ জুড়ে গজায় হাসপাতাল
বুকের ভিতর বাতাসের বিষ দাঁত
কোন ফাটলে রেখেছো আমার মাপ
কোন হওয়াতে ধরেছো আমার হাত
মাথায় টুপি আজান গলা বেজায় বেমানান
এই সাঁকোতেই খেলনা গাড়ি পুতুল খেলা চলে
কোন ভাবে ঠিক ভাসিয়ে দেওয়ার সাধ
এ পথ আমায় আসতে দেখে অস্ত যেতে বলে
আবারও জমবে হারানো মেঘের দল
আবার বন্ধু গান গাইবে তুমি
আবার শ্রাবন বৃষ্টি কান্না চৌচির পৃথিবী
আমায় অস্বীকার করবে মাতৃভূমি
Subscribe
Login
0 Comments
Oldest