অচেনা সেই তুমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার মনে আঁকা তোমার এ রূপের ছবি,
খুঁজি তোমায় আমি পাতাল ও মর্ত্য অবি।
গহনের সিনায় মো.হা.র করে সদ্য তোমায়,
যাতনা নিয়ে প্রাণে আমি রইযে বড়’ই আশায়!
পুষার চেয়ে দূকে কুয়াশার জলে ওই পুষ্প-দয়া,
পবনের নাশে যে হারালো সে অগ্নির মায়া!

রোষের ধারায় যে তার মন দহনে না জ্বলে,
দরদ দিয়ে তাকে আনিবো আমার এ দলে।
ভ্রান্তি ভরা বদন খানি, বাটক সেরা তুমি,
তাই তো কবি বললো, আমায় সুন্দরের ঝিমি!
তোমার দড়ার ও কাছে সবই হয় যে পর,
পাবে না পাটক জুড়ে রয়েছে এমন বর।

কমলের মতো দেখতে তুমি বিধুর মত চারু,
তোমার রূপে মন যে আমার হলো ঢের করু!

0

Publication author

offline 8 months

একেডিপি

0
আমি একজন ছাত্র। আমি বাংলা বিভোগে পড়ি। লেখক হওয়ার খুব ইচ্ছে। তাই মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি। এবং আমার কবিতা, উপন্যাস বা বিভিন্ন লেখা প্রকাশ করতে চাই।
Comments: 0Publics: 2Registration: 16-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে