ব্যর্থতা-৫৮
হিমশীতল নগরের অস্তিত্ব জুড়ে
আমার সমস্ত ভালোলাগা
নবদিগন্তের স্মৃতির পাতা মেলে
চেয়ে থাকি ভালোবাসার মতো
এখন প্রচুর বিরহ পুরুষের হৃদপিন্ডে
শিরায় শিরায় ব্যর্থতার মেরুসাগর
ভাবিয়ে তোলে বেঁচে থাকার ক্ষত্
আমাদের বিরুদ্ধে হয়তো গাছেদের ষড়যন্ত্র
খোদায় করা পাথরে পাথরে
যুবকের বুকে প্রহরী চেতন আবেগ
হলুদ বসন্ত ছোঁয়ার মতো
না পাওয়া বেদনা শুধু ঝরে
আকাশের ধ্রুবতারা ব্যর্থতার কথা লেখে
নিবের মুখে আতঙ্ক ছড়াই
Subscribe
Login
0 Comments
Oldest