তুমি বলেছিলে আমাকে অমর করে দেবে !
তুমি বলেছিলে আমাকে অমর করে দেবে, জীবন,
আমি লোভে দীর্ন একটা মানুষ,
জীবনভর মৃত্যুর দিকে হেঁটেই চলেছিলাম,
ক্ষুধায়, দুঃখে শোকে কাতর এক শতচ্ছিন্ন মানুষ!
প্রত্যেক পায়ে পায়ে আমি মরণকে ডাকছিলাম,
লোভের, অপ্রাপ্য অন্যায় অন্যায্য টোপ চোখ বুঁজে গোটা দেহে মেখে
ছুটছিলাম অন্ধ এক মানুষের মত,
মৃত্যুর পাঁচিলে ধাক্কা খেয়ে দুষছিলাম তোমাকে,
কৃতজ্ঞ হওয়ার বদলে
মুখ খারাপ করছিলাম,
ছুঁড়ে ফেলছিলাম তোমার অভেদ্য কবচ কুন্ডল।
দেখিনি, প্রত্যেকটি মৃত্যুর গহ্বরে তোমার হাত পরম যত্নে আমাকে জীবনে ফেরাচ্ছিল,
বুঝিনি, এক একটা মৃত্যুর পাঁচিল পেরিয়ে তোমার মুখ,
উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছিল।,
এসো, আমাকে আরেকটি বার দাও তোমার অমর হাতটি।
তোমার বাড়িয়ে দেওয়া হাতটি ছুঁয়ে আমি তোমার হই, আমি আমার হই, আমি অমর হই!