তুমি; তোমার সত্ত্বা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অনন্ত কুয়াশা দেখেছো?
যার কোনো শেষ নেই?
কেমন যেন নির্জীব, মৃত, পাথর;
মৃত্যুপুরীকেও হার মানিয়ে দেয়।

স্তব্ধ নিশির আর্তনাদ শুনেছো?
যার কোনো আওয়াজ নেই?
করুণ সুরের ধ্বনি-প্রতিধ্বনি
ক্ষত-বিক্ষত করে দেয় পাষাণ হৃদয়কে?

অসত্যের আবরণে নিজেকে ঢেকেছো?
বাস্তবতা থেকে দূরে; আড়ালে; অন্তরালে?

নেশায় মেতেছো? মধ্যমণি হবার?
কি পেয়েছো তাতে? কি বা পাবে?
দিনশেষে অগ্নিশিখা তো নিভেই যাবে!

শুকনো পাতাও ঝরে যায়,
পাপড়িগুলোও পড়ে যায়,
নক্ষত্রেরাও মরে যায়।

তুমিও এর ব্যতিক্রম নও।

-৩১/১০/২০২২, ঢাকা।

0

Publication author

0
মানুষ হবার চেষ্টায় আছি।
Comments: 0Publics: 4Registration: 31-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।