ভালোবাসার নীরব স্রোত
নিভৃত সন্ধ্যার আলোতে,
তোমার চোখে খুঁজে পাই যত সুখের কাহিনী,
যেন চাঁদের হাসি নেমে আসে নীরব রাতে,
তোমার কাছে এলে সব গোপন ব্যথা হয় সুপ্ত স্মৃতি।
তুমি বললে, “আলো নিভিয়ে দাও, কাছে এসো,”
আমি হারিয়ে যাই তোমার নরম মিষ্টি কথায়,
তোমার স্পর্শে জমে থাকা সব জ্বালা-যন্ত্রণা
ভেসে যায় অনন্ত ভালোবাসার এক স্রোতে।
তোমার হৃদয়ের নিঃশব্দে বয়ে চলা ঢেউ,
আমার সমস্ত অস্থিরতাকে করে শান্ত—
যেন প্রকৃতির নিখুঁত তালমিল,
তুমি আমি একসূত্রে বাঁধা, ভালোবাসার পথে।
তোমার চোখে দেখি এক আকাশের স্বপ্ন,
যেখানে তোমার সাথে হাঁটব অনন্তকাল।
ভালোবাসা মানে শুধু বলা নয়,
তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি বেঁচে আছি, প্রিয়।