তুমি আছো উপমায়
তুমি আমার সকালবেলার
শিশির ভেজা ফুল,
তুমি আমার মুক্ত বাতাস
পেতে হয় না ভুল।
তুমি আমার সূর্য উঠার
মুচকি একটু হাসি,
তুমি আমার শীতল হাওয়া
যেথায় আমি বাঁচি।
তুমি আমার বিলে ফোঁটা
লাল-সাদা শাপলা,
তুমি আমার বয়ে যাওয়া
নিত্য দিনের পথচলা।
তুমি আমার ফুটে উঠা
ঝিলের পাড়ের পদ্ম,
তুমি আমার অলিখিত
বিশাল এক গদ্য।
তুমি আমার বর্ষাকালের
অবিরত পড়া বৃষ্টি,
তুমি আমার প্রভুর দেওয়া
সেরা এক সৃষ্টি।
তুমি আমার বয়ে চলা
নদীর স্রোতধারা,
তুমি আমার প্রিয়তমা
হই যে দিশেহারা।
তুমি আমার সন্ধ্যাবেলার
মিষ্টি চাঁদের আলো,
তুমি আমার সেই ফুল
যা লাগে অনেক ভালো।
তুমি আমার সারাদিনের
মিটে যাওয়া ক্লান্তি,
তুমি আমার রাতের হাওয়া
পাই যে মহা শান্তি।