কিংশুক নগরী ও আমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বহুদূর থেকে এসেছি আমি যেন কোন এক ইবনে বতুতা
এই স্বপ্নের কিংশুক নগরীতে একা;
দুচোখের তারায় কিছু ব‍্যতিক্রমী ছবি এঁকে নিব
আর একে একে খুলে দিব
আমার এ হৃদয়ের, মনের, মগজের সবগুলি দুয়ার
এঁকে নিব সুলতানের ‘মৎস্য শিকার’
অথবা চেরিকোর ‘রহস্যময় আগমন’ আর
যদি কিছু পাই তার সাথে;
ভালোবেসে কেউ যদি হাত রাখে হাতে-
ক্লিওপেট্রা, উর্বশী কিংবা কোন বনলতা সেন
হৃদয়ের উষ্ণতা যদি খুঁজে পাই, যদি হয় অ-ছোঁয়া লেনদেন
কোন অগোচরে
তখন অলস সে পড়ন্ত বিকালগুলো ওরে
আবিরমাখা হাওয়ায় মিলাবো তখন
বাউল কোন এক কবির মতন

কিন্তু হায়! এখানকার সূর্যাস্ত কখনও আবিরের ছন্দ
ছড়ায় না। বাতাসে যায় না পাওয়া হৃদয়ের গন্ধ
এখানে শিমুল কিংবা পলাশের রঙে
মানবীয় যাপন কেবলই আটপৌরে ঢঙে
বিন্যস্ত দিকেদিকে;
দেখি, তা সব কেবলই মিছে, কেবলই ফিঁকে,
আবার কখনোবা দানবীয় বটে
তাই এখানকার অলস বিকালগুলো কেবলই অকপটে
চেপে বসে বুকে জগদ্দল পাথরের মতন
দিনরাত সারাক্ষণ

হৃদয়ের ঘুলঘুলি এখানে বন্ধ সবার
এক পৌরাণিক অন্ধকার রাজ্যে সকলের অস্তিত্ব একাকার
যেন; কেবলই রহস্যময় আনাগোনা, অতিআজব, অদ্ভূত
যেন ঘাতক কোন ভাইরাস কিংবা সুলতান মাহমুদ!
তাই এক প্রান্তে একান্তে বসে
ভাবি, কেবলই ভাবি বিষাদে-হরষে –
আমি কি নাই আদৌ এই সময়ের ভেতরে!
আমি কি নিতান্তই অবাঞ্ছিত এই কিংশুক নগরে?
এই নগরের ভেতরের নগরে!

0

Publication author

0
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 22Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।