সুখবর অতীত জুড়ে, নেই কি বর্তমানে?
- যায় যে দিন ফিরে কি আসে?
ভেবেছো, যে গেছে সে কি আর আসবে ফিরে হেসে?
সুখেরা অতীতেই থাকে আর রাখে আশার বানে,
আমার সুখেরা দেয় না উঁকি, থাকে কোথায় কে জানে,
বুকের ভিতরের দীর্ঘশ্বাসে একটাই প্রশ্ন
আমার কি সব সুখবর অতীত জুড়ে, নেই কি বর্তমানে?
Subscribe
Login
1 Comment
Oldest