ভালোবাসি
ভালোবাসি, ভালোবেসে রেখেছি তোমায়-
আমার চঞ্চল এ মনেরই এক কোণায়,
নিস্তব্ধ রাত্রি আর জোৎস্নার আলোয়-
কতো স্বপ্ন বুনেছি মনের কল্পনায়,
কতো কাব্য, কতো নাচ, কতই না গান-
সে সব তোমারই ভালোবাসার দান।
দাতা তুমি, তাই আজ ভিক্ষাপাত্র হাতে
ভালোবাসা ভিক্ষা আমি করি দিবারাতে,
হাহাকার, অন্ধকার, মৃত্যু ধ্বনির মাঝে-
দিকে দিকে ভালোবাসার দীপ জ্বালি সাঁঝে-
সেই আলো সবার মনে জাগাক ভালোবাসা-
কেটে যাক হিংসা দ্বন্দ্ব দুঃখের অমানিশা।
নিরলস অক্লান্ত এ জীব সেবায়-
ভালোবাসি, ভালোবেসে রাখবো তোমায়।।
Subscribe
Login
0 Comments
Oldest