তুমি মহান – সুয়েল হক
তোমার নামে ওই আকাশে
মেঘ বয়ে যায়
তোমার ইশারায় ওই বাগানে
ফুল ফুটে যায়।
তোমার শানে চাঁদ
জোছনা ছড়ায়
তোমার স্নিগ্ধতায় নদীতে
জল বয়ে যায়।
তোমার হুকুমে ওই আকাশে
পাখি গান গায়
তোমার মহিমায় সন্ধ্যা রাতে
জোনাকি আলো ছড়ায়।
তুমি মহান তাই তোমার ভালোবাসায়
আমি আমার শ্বাস নেই
তুমি মহান তাই তোমার রহমে
আমি তোমার গান গাই।
Subscribe
Login
0 Comments
Oldest