শেষ বিকেলের ডাকে
শেষ বিকেলের ডাকে
হাকিকুর রহমান
লিখেছিলাম রঙ্গিন কাগজে, চিঠিখানি
পাঠিয়েছিলাম, শেষ বিকেলের ডাকে-
ভেবেছিলাম, পৌঁছে যাবে ঠিকই সেথায়
যেথায়, আমার কল্পকন্যা থাকে।
মনে কি পড়ে, কত যে সন্ধ্যা
কেটে গেছে, নিবিড় আলাপনে-
যদিওবা আজে, বহুদিন হলো
হয়নিকো দেখা, তাহার সনে।
রূপালী নূপুর পায়ে, কোন এক প্রাতে
এসেছিলো মোর দ্বারে,
ক্ষণিকের তরে-
তবুও কেন জানি, ভুলিতে পারিনে তারে।
শেষ বিকেলের কথাগুলো আজও
বেশী করে পড়ে মনে,
তবুও আশায়, দিন গুনে যাই
হবে দেখা তার সনে।
ভাবনা কি আর, বসে থাকে একা!
রহেনাকো, কভু থেমে-
স্মৃতিগুলি তার, হৃদয়ে গেঁথেছি
যদিওবা, গোধূলী এসেছে নেমে।
(“মিষ্টি প্রেমের কাব্য” থেকে)