অপেক্ষায় স্বাধীনতা
অপরিণত সমাজের শক্ত হাত,
থালা বাসন মাজতে ব্যস্ত;
কষ্টের দিন গুলো বড় দীর্ঘায়িত ।
বড় রাস্তার মোড়ে নজর এড়িয়ে,
কালিমাখা হাতের ঠান্ডা লাগা নাক
আর উস্কোখুস্কো চুল চেয়ে থাকে;
একদৃষ্টে, পতপত করে ওড়া তেরঙ্গা পানে
নীল-সাদা-গেরুয়া-সবুজ রঙে,
রাস্তার দু’ধার বাঁধানো চুনী লাইটে
সকলে আনন্দ করছে, মুখ মিষ্টি করছে,
কোরাস করছে, নৃত্য করছে,
অদূরে গগনভেদী আওয়াজে অনবরত
বেজে চলেছে, বন্দেএএএএ লতার কণ্ঠে;
একটা বহমান স্বাধীনতা বহুদিন ধরে
শ্রেনীভেদ করে বয়ে চলেছে,
সবাই দেখলো স্বাধীনতা এলো,
স্বাধীনতা গেলো, শুধু মুক্তির
অপেক্ষায়, একটা অগোছালো
স্কুলব্যাগ, ভোরের চায়ের দোকানে ।
Subscribe
Login
0 Comments
Oldest