তিরিশটা বছর নিজের করে তোল।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

তিরিশ বছর আগে
যে দিনগুলো ফেলে এসেছি
কান্না পায় আমার বড্ড যে,
কেমন করে আমি বলি?
তিরিশ বছর…………….
কেমন আনমনা তিরিশ বছর!
এখন দিন ঝকঝকে নতুন
বাঁধা ধরা একদম নিশ্চিত।
তিরিশ বছর বাড়তে দিয়েছি
চলন আগাগোড়া এগিয়ে।
ক্রমে, ক্রমে হারিয়ে গেছি,
ফেলে এসেছি তার কাছ থেকে।
সে দিন ছিল অস্বচ্ছ
বাঁশপাতার মত তিরতিরে
কাঁপন লাগলে পর,
আত্মহারা আমার অনুভবে।
সে আসছে আমাকে নিতে
ফাগুনের হাওয়া উড়িয়ে নিয়ে যাবে।
আমার পরম্পরা তৈরী করে দিয়ে
আমাকে ভাস্বর করে তুলবে।
তিরিশ বছর এল, গেল
বাঁশপাতা এখনও কাঁপে,
কাঁপন লাগলে পর
আত্মমগ্ন আমার অনুরণনে
সে দিনের বেসামাল লগ্ন
কাছি ছিঁড়ে নিয়ে গেছে নোঙর,
যুক্ত থাকার যে যোগ
তবে শেষ পর্যন্ত হারাল।
তিরিশ বছর আগে…….
হাতড়ে মরি, ‘কেমন আছে’?
তিরিশ বছর পরে
এত ব্যাথা জমে কি করে?
তবে এইমুহুর্তে জন্ম হক,
আর একবার জুড়ে যাওয়া নোঙর,
ঠিক, তিরিশ বছর আগের মত,
ঢেউয়ে, ঢেউয়ে টালমাটাল।
নিজের মত করে বন্ধু করে নে
আগামির তিরিশটা বছর,
আমাকে এবারে ছেড়ে
তিরিশটা বছর নিজের করে তোল।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে