আমি মানুষ দেখেছি
আমি মানুষ দেখেছি!
~ সুমিত..
আমি ভিড় বাসে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা পুরুষ দেখেছি!
আবার , অবলিলায় কোন মেয়ের বুকে হাত দেওয়া পুরুষ ও দেখেছি!
আমি শতশত প্রতিশ্রুতির প্রেম ভেঙে যেতে দেখেছি।
আবার, কয়েক মাসের ভালোবাসায় সারাজীবন সুখে থাকতেও দেখেছি।
আমি পুত্র সন্তানের জন্য অবহেলিত গৃহবধূর ঝুলন্ত লাশ দেখেছি।
আবার, বৌমার চুলে তেল লাগাতে থাকা এক মা কেও দেখেছি!
আমি দ্বায়িত্ব জ্ঞান হীন পিতা দেখেছি।
আবার, পরিবারের জন্য সর্বস্ব ত্যাগ করা এক বাবাকে দেখেছি।
আমি চার চাকাওয়ালা গাড়ির মালিক কে ১০টাকার জন্য লড়তে দেখেছি।
আবার , ভিখিরিকে পাওরুটির ভাগ দিতে দেখেছি।
আমি উচ্চশিক্ষিত কাউকে ইংরেজি তে অকথ্য ভাষায় গালাগালি করতে দেখেছি।
আবার, অশিক্ষিত মানুষের মানবিকতা দেখেছি।
আমি মধ্যরাতে অর্ধনগ্ন হয়ে ডান্সফ্লোরে জীবনকে উপভোগ করতে দেখেছি।
আবার,রাস্তার ধারে ছোট্ট তাঁবুর নিচে আধপেটা খেয়েও হাঁসি মুখে পরিবারের ভালোবাসায় জীবনকে উপভোগ করতে দেখেছি।
আমি মানুষ দেখেছি..!
আমি অমানুষ দেখেছি..!
খুব পাতলা মুখোসে ঢাকা তাদের মুখ
অবিকল তোমার, আমার মত দেখতে তারা।
আমি মানুষের মানবিকতা দেখেছি
আবার, মানুষ নামক পশুদেরও দেখেছি
আমি মানুষ দেখেছি!!