কিছু কিছু কথা
কিছু কিছু কথা হয়ে যায় নিশ্চুপ!
হাড়িয়ে যায় মাঝের কিছু শব্দ
চিন্তায় ঘোরপাক খায় অবিরাম,
হয়তো,কিছুর আশায়..
কিছু কিছু কথা হয় শুধু তার!
ছুঁয়ে যায় স্মৃতির পাতায়..
চোরাবালি হয়ে গ্ৰাস করে মধ্যরাতে
অথবা,জীবন্ত হয়ে ওঠে ফুলের সাথে।
কিছু কিছু কথা হল আর্ত চিৎকার!
ফাঁকা রাস্তায় নামে ধীরে ধীরে..
ফুটো কম্বলে ঢোকে খিদে হয়ে,
আবার,গৃহস্থ বাড়িতে ঢোকে
অত্যাচার হয়ে..
কিছু কিছু কথা হচ্ছে দাবি!
সমাজের বুকে পড়ে পাথর হয়ে,
ভীড়ের মাঝে জ্বলে আগুন হয়ে
নয়তো, চোখের নিচে পড়ে..
ক্লান্তির কোন ঝর্না হয়ে।
কিছু কিছু কথা শুধু আমার হয়!
কালির দাগে উঁকি দেয় সাদা রঙে
বিদ্রোহ করে,রেগে যায়,শান্ত হয় !
সময় বুঝে..
হয়তো , কখনো ন্যায় নীতি মানে চুপ করে,
সাদা রঙে নিজের মুখ ডুবিয়ে..
কিছু কিছু কথা সবার হয় ..
দলের ভীড়ে চেঁচিয়ে ওঠে উচ্ছস্বরে
স্লোগান দেয় লাল চোখে ‘ চিৎকারে ‘!
অথবা, দূরে কোথাও সয়ে চলে অবিরাম
হাড়িয়ে যায় সবার হয়েও, সবার ভীড়ে!
কিছু কিছু কথা হয় ভালোবাসার..
প্রেমিক প্রেমিকার দুষ্টুমি তে,
তোমার আমার সকলের স্নেহ তে..
নয়তো, দূরে কোথাও কুঁড়ে ঘরে
সদ্য ফোঁটা কোনো ফুলের মুখে।
কিছু কিছু কথা হয় শুধু কথাদের
তোমার আমার কিছুই তাদের না
তারা সত্য, তারা নিষ্ঠা, তারা…!
সকল সময় বলে চলে নিজ কথা
আমরা তা শুনতে চাই না…?
তবুও, মাঝরাতে বিছানায় শুয়ে
ওদের কথাই জীবন্ত মনে হয়!
#মন_সায়রের_পারে