তাদেরই আশেপাশে ছিল চন্দন
আল মাহমুদের,
কবিতা’র লাইন’টা,
হঠাৎ করে দুলিয়ে দিয়ে যায় মনটাকে,
” ‘কবিতা’, চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস”
‘কবিতা’,
আমার সর্বস্ব নিয়ে যাও।
এক নিস্তব্ধ দুপুরে,
কবিতাকে কুড়িয়ে পেয়েছিলাম।
ঘরের ভেন্টিলেটর গলে, আলোরা এসে,
লুটোপুটি খেয়েছিল, হাতে ধরা জীবনানন্দের বইয়ের পাতায়।
তারপর, ফিরে যেতে পারেনি কোত্থাও।
আমার নামের চারপাশে ঘুরে বেড়িয়েছে।
আমাকে ডেকে নিয়ে গেছে, আকাশমালা হাঁসের দল।
নিরব হয়ে থেকেছি,
কবিতা হয়েছিল, চন্দন।
কত প্রেমিকাদের, চুপিচুপি খুঁজে এনেছে।
আকাশমালা হাঁসেরা ফিরে আসেনিতো।
ভালোবেসে, বাসা বেঁধে থেকে গেছে, তারা অন্য কোথাও।
হাত বুলিয়ে, বুলিয়ে ঘুম পাড়িয়েছে,
“জীবনানন্দ”, ” নীরেন্দ্রনাথ”, “অরুন মিত্র”।
একদিন আমাকেই আবিষ্কার-এর আপ্রাণ চেষ্টায়,
উল্টোদিকে, ঘুরে বসে, কেড়ে নিয়েছি,
প্রেমিকাদের রূপ, রস, গন্ধ।
এতদিন বুঝিনি’যে, তাদেরই আশেপাশে ছিল চন্দন।