শুধু, শুধু কাটবে
ভ্রমর! সে’তো,
ফুলে, ফুলে আসবে।
পিপাসিত মন,
খালি সৌরভে ভাসবে।
ফুল, সে যে সার্থক,
ফোঁটা তার জন্ম,
তোমাকে ছাড়াড়া,
এ জীবন শুধু, শুধু কাটবে।
Subscribe
Login
0 Comments
Oldest