নির্বাসন
গোপনে নির্বাসন চাই,
খুব গোপনে,
একান্ত নিরিবিলি গ্রাম,
যেখানে মানুষ নেই,
থাকলেও কোলাহল নেই।
যেখানে পাখি আছে,
ফুল আছে,
কবিতা মাখা বাতাস আছে,
যেখানে ধর্ম আছে,
ধর্মান্ধ মানুষের অহেতুক না জেনে ভুল বুঝে তর্ক নেই,
এমন একটা নির্বাসন আমার খুব চাই।
পেট আছে খুদা নেই,
শরীর আছে যৌনতা নেই,
সেখানে মানুষ থাকলেও
ছোট বড়, কালো ফর্সা রঙ নেই,
লোভ নেই,
আছে শুধু কবিতার প্রতি যৌনাঙ্গের মতো ভালোবাসা।
এমন একটা নির্বাসন।
শুধু একবার মরে যেতে পারলে সত্যি বলছি,
একবার মরে যেতে পারলে কখনো ফিরতে চাইতাম না,
আমার পাখি হবার ইচ্ছে নেই,
আমার গাছ বা পশু হবারও ইচ্ছে নেই,
তবে মানুষ হতে চাই না,
মানুষ ছাড়া একটা বিশ্ব চাই,
কোন নারী নেই,
কোন পুরুষ নেই,
কোন ধর্ম নেই,
প্রেম ভালোবাসা কিছুই নেই,
এমন একটা বাসস্থান আমার খুব চাই।
তাকে আমি নির্বাসন মেনে নেবো।
আমি ওই নির্বাসনের কপালে বার বার চুমু খেয়ে বলবো
“তোমাকে বড্ড ভালোবাসি প্রিয়, আমার যে তোমাকে খুব চাই”
© রাজু আহমেদ