একটা পরিচিতি, দিও আমায়
এক্ষুনি, একটা বার্তা এল আমার কাছে।
বার্তা পাঠিয়েছে, অন্য ইউনির্ভাস থেকে।
রেডিও ওয়েভের মাধ্যমে।
আমি বিশ্লেষণ করে দেখেছি,
সে বার্তার ভবিষ্যত, বড় ভয়ঙ্কর।
যে কোন’ও মুহূর্তে, দখল হয়ে যেতে,
এক অজগরের লোভে।
সরীসৃপ’টা আস্তে, আস্তে বেড়ে উঠছে।
ইয়েমেন বা আফগানিস্তান,
সিরিয়া বা ব্রাজিল।
পেঁচিয়ে ধরবে,
অসহায়!
তার উদ্ধত, পরাক্রম শক্তির কাছে।
ক্রমশঃ, আমাদের প্রাণ বিজয়ে,
বলীয়ান হয়ে, আগ্রাসন অধিকার।
রেডিও ওয়েভের সত্যতা কতটুকু?
প্রশ্ন তুললে, আমার কাছে,
কি’বা প্রমাণ, এ কথার?
হায়’রে, আমার কি পরিচয়?
তোমাদের আমি দেখেও’তো চিনি না।
তোমাদের কথা আমার মাথায় ঢোকে না।
আমি যোগ, তোমরা বিয়োগ,
আমি অবাস্তব, তোমরা বাস্তব।
আমাদের ঢেকে গেছে,
এ’যাবৎ, সমস্ত কথাকাকলি,
এ’যাবৎ, যুগের সফলতা।
কালো রাত্রিতে, মোম সদৃশ্য!
আমাদের মুখ বন্ধ,
তথাকথিত যুগের সভ্যতায়,
এক, দুই, তিন, চার………… নম্বর খালি।
টিকিট কেটে দিয়েছে,
আগ্নেয়াস্ত্র, হাতে ধরা বলীয়ান,
আমরা প্রতিনিয়ত, শরণার্থী।
আমাদের ঘিরে রেখেছে,
অযোগ্য পাঠ্য, নামক এক কীট!
কুরে, কুরে কেটে চলেছে, মৃত্যু আসন্ন।
প্যারালাল ইউনির্ভাস,
তার গ্রহনের বিনিময়ে, গ্রহনের জন্য,
আমার কাছে পাঠিয়েছে, এস-ও-এস!
বিশ্বাস ক’র,
তোমাদের মত,
একটা পরিচিতি, দিও আমায়।
——————————–
ইয়েমেন – সর্ব্বোচ ক্ষুধার দেশ।
আফগানিস্তান – অধুনা অজ্ঞতায় কাহিল।
সিরিয়া – গোষ্ঠী দাঙ্গায় জর্জরিত।
ব্রাজিল – পরিবেশের ধ্বংসকারী।