কাঙ্ক্ষিত মহালয়ার প্রভাতে – অসীম চক্রবর্ত্তী
ক্ষান্ত হও মা শান্ত হও মা ,রুষিতা রবে মা কতো?
নবরুপে মাগো এসে ভূবনে ঘুচাও মনের ক্ষতো
আজ সারদ প্রভাতে বিরচিত বরাতে দাড়িয়ে নদীর পারেতে
ভগ্ন এ মনে অঞ্জলি প্রদানে মগ্ন স্বজন তর্পণে
পিতামাতাহীন এই আবহে এক অলখ দুষ্ট রোষে
বিনিপাত হয়তো ঘনিয়ে জীবনে স্বজন হানিল শেষে
তর্পণে মোর এই নিবেদন রবে স্বজন শান্তি শয়নে
বিরপাক্ষী মা ভরাও আলোকে জগৎ মোহিত নয়নে।
তিলে তিলে দিন আশা হল ক্ষীণ স্বজনে শোকাহত
পারো কি মাগো ফিরাতে জীবন আবার আগের মতো?
দেখো মা নদীকুলে সাদা কাশ বন মেতেছে তরঙ্গ কম্পনে
জাগো মা জননী জগৎমোহিনী পূজিতে প্রাঙ্গনে অঙ্গনে
নদী সরসীর কুমুদগুচ্ছ মুগ্ধ সমারোহ শোভায়
জাগো মা দূর্গা গর্জে ভূবনে রেখোনা এখনও ধাঁধায়
শিশির বিছিয়ে শিউলি ঝরিয়ে পথঘাটে করেছে মুগ্ধ
ধরো মা অস্ত্র অসুর নিধনে করোগো শুরু যুদ্ধ।
আগমনীর এই সুপ্রভাতে ঘোচাবে বিষণ্ণাতা
অশ্রুবিধুর আকুলতা চাহে মায়েরই প্রসন্নাতা
আগমনী সুরে ভাসিয়ে হৃদয়ে ঘুচিয়ে দুঃখ যতো
নবরুপে মাগো পূজিতে আসো আবার আগের মতো
মাগো আবার আগের মতো…..