আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
আষাঢ়ে বাদল নামে… জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আকাশেতে জমে মেঘ
কালো চারিধার,
ঘন কালো মেঘমালা
ছাড়িছে হুংকার।
ঝম ঝমা ঝম রবে
নামিল বাদল,
পথে ঘাটে বয়ে যায়
ঘোলা কাদাজল।
গাছে গাছে পাখি সব
ভিজিছে বর্ষায়,
আকাশে বিজুলি ধারা
অম্বর গর্জায়।
সারাদিন জল ঝরে
নাহিক বিরাম,
আষাঢ়ে বাদল নামে
ঝরে অবিরাম।
অজয়ের নদীঘাটে
দেখি কেহ নাই,
তরণী কূলেতে বাঁধা
নাই মাঝিভাই।
ফুঁসিছে অজয় নদী
প্রবল প্লাবনে,
আষাঢ়ের কালোমেঘ
ডাকে ঘনে ঘনে।
চাষীসব চাষ করে
মাঠে সারাদিন,
সারাদিন জল ঝরে
কভু রিমঝিম।
কভুবা বাদল ঝরে
মুষল ধারায়,
বন্যার জল বহে
গাঁয়ের রাস্তায়।
দিকে দিকে কলরব
করে হায় হায়,
নীড় হারা পাখি সব
ভেজে বরষায়।
অজয়ের দুই কূলে
ভাঙে গাছপালা,
বরষার ঘোলা জলে
ভরা নদী নালা।