কথা ছিল
482 total views , 1 views today
কথা ছিল সমুদ্র দেখাবে আমায়,
ফুরফুরে সকালে ঘুম ভাঙতেই
অনুভব করবো আমার মাথা তোমার কোলে
আলতো করে ছুঁয়ে আছ আমার কপাল।
ভেবেছিলাম অলস দুপুরে সূর্যে আলোতে
চিল পাখনা মেলে উড়বে নদীর ধারে
দেখবো দুজন মিলে।
কথা ছিলো সমুদ্র দেখাবে আমায়,
মিষ্টি বিকেলে দেখবো তোমার চাঁদ মুখ খানি
যৌবনের বীনা বাজায় ডাকাতিয়া বাঁশি।
শূন্য হৃদয় পূর্ণ হবে
আমার জীবন ধন্য হবে।
ভেবেছিলাম, স্নিগ্ধ সন্ধ্যায় নিজেকে খুঁজে পাবো তোমার মাঝে,
হাতে হাত রেখে আলতো করে
ছুঁয়ে দিব তোমার ঠোঁট,
তোমার নিঃশ্বাসে খুঁজে পাবো আমার বিশ্বাস।
কথা ছিলো সমুদ্র দেখাবে আমায়,
ভেবেছিলাম, মধ্যরাতে প্রেমের সুধা করবো পান দুজন মিলে,
ট্রেনের শব্দে যাবো চলে ঘুম পাড়ানোর দেশে।
অপেক্ষায় থাকতে, থাকতে ট্রেন চলে গেল আমায় ছেড়ে বহু দূরে।
স্টেশনে বসে একা একা,
পাবো বলে তোমার দেখা।
সালমা