নিদ্রাহীন নিরুদ্দেশে
সবাই বলে কপাল পোড়া
স্বামী হারালাম,সন্তান হারালাম
জিন্দা লাশ হয়ে বেঁচে রইলাম।
লোকের মুখে মুখে করছে বলা বলি
আমি নাকি নষ্টানারী সেই ভয়েতে,
গ্রাম দিলাম ছাড়ি।
সবাই বলে কপাল পোড়া
নোন আনতেই পান্তা ফুরায়,
এক মুঠো দানা পেলে পরান জুরায়।
সবাই বলে কপাল পোড়া
রাতে ঘুম হয় না পুরা,
পাপের প্রায়শ্চিত্ত ভেবে
আমার দিন ফুরায়।
রূপের ঝলকে রাতের বেলায় আসে
জোড়া জোড়া,
তখন হয়না কপাল পোড়া।
মায়াবী চোখের চাহনিতে ছোট বড়
সবাই হলো দিশেহারা,
লোকের ভিড়ে যাত্রা আমার
নিদ্রাহীন নিরুদ্দেশে।
সালমা
Subscribe
Login
0 Comments
Oldest