আমি হেঁটে চলেছি বনের মাঝ দিয়ে
আমি হেঁটে চলেছি চলেছি হেঁটে চলেছি তপ্ত রোদের মাঝে রোদের মাঝে মাঝে চলেছি চলেছি চলেছি চলেছি হয়েছি তামাটে ঝলসে গেছি বনের মাঝ দিয়ে। নিশ্চুপ নিরবতা নিয়ে চারিদিক শুনশান হয়ে পেরেশান শুধু গুটি কতক পাতা আছে একাকী পড়ে কাছে গেলাম ওদের নিলাম পকেটে ভরে । নিঃসঙ্গ ওরাও তো বড় একা হয়তো ছেঁড়া চটি জুতো আমারই মতো গাছেদের ছেড়ে এলোমেলো জীবনে ওরাও নেই ভালো । হয়তো বুকের এক কোনে রিদয়ের গভীর উঠোনে বাষ্পওড়া তুচ্ছ নকশিকাঁথা জমে আছে একরাশ ব্যথা । হয়তো আকাশের পানে চেয়ে ওদেরও চোখগুলো মনে ভেসে ওঠে ভালোলাগার পুরোনো অনুভূতি গুলো।
Subscribe
Login
0 Comments
Oldest