আবার নতুন করে
স্বরচিত গল্পগুলো বেশ পুরানো হয়েছে
চরিত্রগুলো’কেও যেন লাগে খুব চেনা
অনুশোচনা করার যখন সবকিছু ছিল
ঠিক তখনই ভালোবেসে ছিল বেদনা।
একটা ধূসর ধূলোর পাহাড়ে জমেছে
তপ্ত রোদের এক অনুতপ্ত আগুন মাটি
চলে যাওয়ার নাটকে তুমিই নাট্যকার
বাসি ফুলের মতো আমি করছি লুটোপুটি।
বিস্তৃত মোহনা’র সাথে মিশে যাওয়ার পরে
তুমি গিয়েছো হারিয়ে অনন্ত নীল সাগরে
আমি কিন্তু পাড়ি দিতে চাই নি মহাকাশে
অসীম দূর আকাশে মেঘের ভেলায় চড়ে।
অপেক্ষারা মারাত্মক ছোঁয়াচে রোগের মতন
অসময়ে আমি বসে আছি চিলেকোঠার ছাদে,
ব্যাকুলতা’কে ভালোবাসুক ঐ ঝিকিমিকি তারা
তুমি কি আজও বৃষ্টি’তে ভেজো আমাকে বাদে !
অনুভূতির ধূসর রঙে ঈশান কোনে কালবৈশাখী
রাখালও ভুলে গেছে হারিয়ে যেতে বাঁশির সুরে
সম্পর্কে’র তিক্ততা হারিয়ে যাক, প্রেমের রাজ্যে
চলো সম্পর্ক শুরু করা যাক আবার নতুন করে।