হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
ফাইয়াজ ইসলাম ফাহিম
হাওয়া তোমার কাছে কোন কিছু চাই না
শুধু একটু ভালবাসার অক্সিজেন চাই,
যে অক্সিজেন পেলে আমি সতেজ থাকবো
ঠিক ততটুকু অক্সিজেন চাই।
হাওয়া তোমার কাছে কোন কিচ্ছু চাই না
শুধু তোমার গালে চুমুর চুম্বক লাগাতে চাই।
যে চুমুতে আমি তোমার
বক্ষ মাজারে পাবো ঠাঁই।
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমার কেশদাম বিনুনি করে দিতে চাই।
তোমার চুলের গন্ধে একটু
মাতোয়ারা হতে চাই।
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমার উত্তাল যৌবন সমুদ্রে
একটু সাঁতার কাটতে চাই।
আমার দেহাঙ্গে তোমার যৌবনের শাসন চাই।
হাওয়া তোমার কাছে কিচ্ছু চাই না
শুধু তোমাতে মিশে যেতে চাই,
তোমাতে মিশে আমার ভালবাসা
করতে চাই ছাই।
তুমি ছাড়া আমার ভালবাসার ব্যামোর মৃত্যু নাই।