একুশ
একুশ
পুলক সরকার দীপ্ত
২১ মানেই ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি,
২১ মানেই অশ্রু চোখে লক্ষ কোটি নারী।
২১ মানেই সবার মনে একই সুরের গান,
২১ তোমায় আনতে , বলি দিয়েছি লাখো শহীদের প্রাণ।
২১ তুমি রফিক, জব্বার, চিনো আরো কত জনকে,
তোমার আশায় নিথর দেহ পড়েছিল হয়তো থমকে।
২১ তুমি দেখেছ কী ? রক্তের বন্যা হতে !
লক্ষ শহীদ ভেসে গেছে সেই বন্যার স্রোতে।
২১ তুমি আমার ভায়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারি ,
২১ তোমায় আনতে গিয়েও ধর্ষিত হয়েছে নারী।
২১ তোমার জন্যই গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধা বাহিনী।
তোমার প্রেরনায় লিখতে পেরেছে স্বাধীনতার এই কাহিনী।
২১ তুমিই মাতৃভাষা, এনে দিয়েছো জয়,
২১ তুমি বাঙ্গালীর মনের দূর করেছ ভয়।
২১ তোমার জন্যই স্বাধীন আমরা , নেইকো মনে ভয় ,
চলো সবাই মিলে বলি একবার জয় বাংলার জয়।
বিশেষ_দ্রষ্টব্য :- কপিরাইট একটি দন্ডনীয় অপরাধ। যদি কোন ব্যক্তি হুবহু এই কবিতার কোনো অংশ বা বা লাইন অনুমতি ব্যাতিত কোথাও ব্যাবহার করে বা নিজের নামে প্রচার করে। তাহলে কপিরাইট আইন , ২০০০ লঙ্গনজনিত কারনে ৮২ ধারায় শাস্তি পাইবে।