পূর্ণশশী
পূর্ণশশী
হাকিকুর রহমান
গোলাপেও আছে কাঁটা,
আর গোধূলির আলো নিভে যাবার সাথে সাথেই
প্রদীপের আলোতে পতঙ্গেরা আত্মাহুতি দেয়।
কোন দূরে বেজে উঠে মোহন বাঁশি,
সদ্য বিয়ে হওয়া গাঁয়ের বঁধুর মনটা উচাটন করে দেয়
সূযাস্তটাও হঠাৎ করে থমকে দাঁড়ায়।
বাঁশ বনের ধারে বুনো হাঁসগুলো বাসা খুঁজে ফিরে,
কে যেন ফাঁদ পেতে রেখেছে আজকে
ঝরে পড়া পাতাগুলো দিয়ে ঢেঁকে।
আমার বাগানের দক্ষিণে একটা হাসনুহেনার গাছ ছিলো,
সেটা সারাবছরই ফুল দিতো, আর সুবাসও ছড়াতো-
কিন্তু কেমন করে জানি ওটা কবে কবে মৃতপ্রায় হয়ে
মিশে গেলো মাটির সাথে,
আর আমি ঘাড় ফিরিয়ে দেখি
ততক্ষণে গগনে উঠে গেছে পূর্ণশশী।
Subscribe
Login
0 Comments
Oldest