কষ্ট
ইচ্ছে করে আবার নতুন করে সাজাতে,
কেউ আমার কষ্টগুলো ছুঁয়ে দাও,
আমি আবার সুখী হতে চাই,
কেউ আমার দুঃখগুলো হাত বাড়িয়ে নাও,
আমি আবার কারো বুকে মাথা রেখে
প্রণয় সাগরে ভাসতে চাই ।
আসলে কষ্ট কেউ ছুঁতে চায় না,
সবাই চায় সুখের সাম্রাজ্য!
তোমার আর দোষ কি বলো,
হৃদয়ে জমানো সুখগুলো বিলাতে বিলাতে
সেই ঝুড়িটাও যে আজ শূন্য,
তোমাকে আর কি দিবো বলো,
রক্ত মাখা কষ্ট ছাড়া ।
Subscribe
Login
0 Comments
Oldest