অনন্ত কাল
নিস্তব্ধ দুপুর, নিথর অবসন্ন দেহে;
আমি ছুটে চলি দূর নির্জন স্থানের খোঁজে,
যেখানে মানুষের কোলাহল নেই,
ভিড় নেই, ভয়াবহ মিছিল নেই।
যেখানে প্রকৃতির সঙ্গে মিশে থাকা যায়,
পাখীর নিস্তব্ধতা ভাঙ্গা কলতান শোনা যায়,
যেখানে অনন্তকাল ধরে বসে থাকতে চাই,
আমি ছুটে চলি সেই দূর নির্জন স্থানের খোঁজে।
মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়,
তাইতো নিথর অবসন্ন দেহে,
পথ চলতে চলতে হঠাৎ থেমে যাই,
ভাবি, পৌঁছুতে পারবো তো সেইখানে?
যেখানে ছলনাময়ী প্রেমিকা শূন্য পৃথিবী
আলোর মিছিলে ঝিকিমিকি খেলা করে,
যেখানে ফুলেরা ভালোবাসার কথা বলে,
আলিরা প্রেম নিয়ে ফিরে আসে বারবার।
এক সময় চলার গতি কমে আসে,
নিষ্ঠুর এই ধরিত্রীর বুকে দাঁড়িয়ে আমি
তৃষ্ণার্ত বুকে উচ্চারণ করি,
আমি কি এভাবে অনন্তকাল ধরে
শুধু চলতেই থাকবো… চলতেই থাকবো?