এ গহীনে – আহমেত কামাল
এ গহীনে
আহমেত কামাল
অস্থির ডালে
অস্থির পাখি। ঠোঁট ভর্তি রাত।
আমাকে, আমি
কোথাও খুঁজো পাচ্ছি না। – এ গহীনে।
তুমি কী আমায় দেখিয়ে দিবে হাতের আঙুল।
একলা গিটার পড়ে আছে
ব্যালকনি সমান কষ্টে।
Subscribe
Login
0 Comments
Oldest