ছারখার
সময় আগাচ্ছে আগমনী বসন্তে
নতুন পাতা রং ঢং ,হাসাহাসি ভাঙ ভং
চোখে চোখে শয়তানি ,পুরাতন সব রং
যুগ যুগ প্রজন্ম সূত্রাবদ্ধ সত্য।
কেয়ারলেস ডেমকেয়ার নিয়মকানুন ছিন্ন্য
ভেঙে কর ছারখার ,হবে না পারাবার
মন ভেঙে চলে যাও, সব ছেড়ে দূরে যাও
অরুচি লেগে যাও, হেরে গিয়ে জিতে যাও
প্রকৃতি ভেঙ্গে যাও ,বন্ধন ছিঁড়ে যাও
বাহুডোর ব্যর্থ ,পাবে নাত স্বার্থ!
মায়া খুব লেগে যাবে ,লেগে গিয়ে গলে যাবে, গলে গিয়ে ডুবে যাবে
অনর্থ হয়ে যাবে ,কথা সব ছিঁড়ে খাবে, হেরে যাবে অর্থ
হাবুডুবু শুধু খাবে ,ভাগ্য হেরে যাবে ,বিধাতায় মর্ত্য।
কাছে যদি আসে মন
ছাড়খার হবে রং…….।
Subscribe
Login
0 Comments
Oldest